মোঃ আলমগীর হোসাইন: কুড়িগ্রামের চিলমারীতে জোড়পূর্বক জমি দখল ও জমির মালিককে প্রাণনাশের হুমকীর অভিযোগে থানায় সাধারণ ডায়েরী করেছেন ভূক্তভোগী পরিবার।
জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফেইচকা বাবদ হাতিয়া বকশী মৌজার ১১ একর ৬শতাংশ জমির মালিকানা নিয়ে জমির ক্রয়কৃত মালিক সফিকুল ইসলামের সাথে ফকিরেরহাট বাজার এলাকার মোঃ বাচ্চু মিয়া গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সফিকুল ইসলাম জানান, ফেইচকা বাবদ হাতিয়া বকশী মৌজার ১১ একর ৬শাতাংশ জমি তার ক্রয়কৃত সম্পত্তি। মোঃ বাচ্চু মিয়াগং দীর্ঘদিন ধরে উক্ত জমি জোড়পূর্বক অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছে। এমতাবস্থায় গত ১৫/১২/২০২৪ইং তারিখ বেলা ১১টার দিকে সফিকুল ইসলাম স্থানীয় লোকজনসহ স্থানীয় সার্ভেয়ার দ্বারা জমির সীমানা নির্ধারণ ও মাপযোগ করার সময় মোঃ বাচ্চু মিয়া, পিতা- মৃত চিনির উদ্দিদ ওরফে শুটকু শেখ, মোঃ গাজী রহমান, পিতা- মৃত আব্দুস ছাত্তার, মোঃ বকুল মিয়া, পিতা- মৃত বাসারত উল্লাহ সরব, মোঃ আইয়ুব আলী, পিতা- মৃত ছাপর উদ্দিন, মোঃ এনামুল হক, পিতা- মৃত আব্দুল লতিফ, মোঃ আব্দুল মজিদ, পিতা- মৃত রজব আলী, মোঃ বকুল মিয়া, পিতা- মৃত ইব্রাহীম আলী ব্যাপ্রাী, মোঃ আমিনুল ইসলাম, পিতা- মোঃ গছর উদ্দিন, মোঃ কালাম মিয়া, পিতা- মোঃ বাবর উদ্দিন, মোঃ আব্দুল খালেক, পিতা- মৃত মোহাম্মদ আলী, মোঃ মুকুল সরকার, পিতা- মৃত বাসারত উল্লাহ সরব, মোঃ মনু মিয়া, পিতা- মৃত আব্দুস সামাদগং হাতে লাঠি সোডা, কাঠের বাতা, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্রসহ উক্ত জমির সীমানা খুটি উপড়ে ফেলে এবং সীমানা নির্ধারণে বাঁধা প্রয়োগ করেন। সফিকুল ইসলামের সাথে তর্ক বিতর্কের একপর্যায়ে মারপীট শুরু করে। সফিকুল ইসলামের চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে। বাচ্চু মিয়া গং সফিকুল ইসলাম ও তার পরিবারের প্রাণনাশ এবং খুন জখমের হুমকী প্রদান করে চলে যায়। প্রাণ নাশের আশঙ্কায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের সমন্বয়ে আপোষ মিমাংশায় ব্যর্থ হয়ে সফিকুল ইসলাম আইনী সহায়তা চেয়ে চিলমারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নং- ৮১৩, তারিখ- ২৩/১২/২০২৪ইং।
Leave a Reply