যুগের খবর ডেস্ক: লাইট হাউজের উদ্যোগে বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়ায় লাইট হাউজ মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের শাখা কার্যালয় সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় গরিব ও দুস্থ নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা থেকে তাদের কিছুটা সুরক্ষা দিতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।
রবিবার (২৬ জানুয়ারি) বেলা ৩টায় শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইট হাউজের নির্বাহী প্রধান মো. হারুন অর রশীদ। তিনি ৩৫৮ জন দুস্থ নারীর হাতে শীতবস্ত্র তুলে দেন।
এ সময় প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা গরিব, অসহায় এবং দুস্থ নারীদের পাশে দাঁড়াতে চেয়েছি। শীতের দিনগুলো তাদের জন্য অত্যন্ত কষ্টের হয়ে দাঁড়ায়। তাই আমরা কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান। তিনি স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এ ছাড়া তিনি পরিবারের কোনো সদস্যকে বাল্যবিবাহ না দিতে আগত নারীদের বিশেষ পরামর্শ দেন।
বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম উদ্দীন শীতবস্ত্র বিতরণের এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরণের উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং তা সাম্প্রদায়িক বন্ধনকে আরো শক্তিশালী করে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লাইট হাউস স্কুলের অধ্যক্ষ ওয়াহিদা ইয়াসমীনসহ লাইট হাউজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। তারা সবাই একযোগে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শীতবস্ত্র হাতে পেয়ে অনেকেই এই মাঘের কনকনে শীতে লাইট হাউজ পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংস্থার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Leave a Reply