আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রমজান উপলক্ষে আত- তাক্কওয়া ইসলামি ক্যাডেট মাদ্রাসায় উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ই মার্চ মঙ্গলবার বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা পাইকেরছড়া ইউনিয়নে আত- তাক্কওয়া ইসলামি ক্যাডেট মাদ্রাসায় গভর্নিংবডির সদস্য ও অবিভাবকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রায় -৪০,০/( চারশত) জন উপস্থিত ছিলেন। শুরুতে কোরআন তেলওয়াত করা হয়। পরে রমজানের গুরুত্ব ইফতারের ফজিলত সম্পর্কে আলোচনা করেন আত- তাক্কওয়া ইসলামি ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মাওলানা আবুল কালাম আজাদ।সভাপতিত্ব করেন আলহাজ্ব মমিনুল হক সভাপতি অত্র মাদ্রাসা। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান সাবেক সুপারেন্টেন্ট সোনাহাট ফাজিল মাদ্রাসা, সাংবাদিক আব্দুল লতিফ দৈনিক তৃতীয় মাত্রা ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি ও সার্বিক তত্বাবধানে অত্র মাদরাসা, পল্লী চিকিৎসক আব্দুল খালেক সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা, নজির হোসেন সাবেক ইউপি চেয়ারম্যান পাইকেরছড়া, ভূরুঙ্গামারী, লতিফুর রহমান দুলাল অধ্যাপক ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসা, প্রমুখ।
Leave a Reply