স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অডিটরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান, চিলমারী নৌ বন্দর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুল বারী সরকার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন সরকার শিরিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ নুর আলম মুকুল, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply