রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম করার দায়ে ৩ নং ওয়ার্ডের মেম্বার শাহাবুদ্দিন তার দুই ছেলে ফুল মিয়া ও শাকিলের সাথে একই এলাকার কৃষক দলের সহ সভাপতি মফিজ উদ্দিন (আর্মি)সহ এলাকাবাসীর সংঘর্ষ হয়।
শনিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। ইউপি সদস্য শাহাবুদ্দিন তার ছেলে শাকিল ও ফুলমিয়া ও সাইদুর রহমান হাসপাতালের ভর্তি হয়।
জানাগেছে, ৩নং ওয়ার্ডের মেম্বর শাহাবুদ্দিন তার ওয়ার্ডে ভিজিএফের চাল বিতরণের সময় ঐ ওয়ার্ডের সাইদুর রহমান কৃষক দলের সহ-সভাপতি মফিজ উদ্দিন (:আর্মি) সাথে তালিকা নিয়ে কথা-কাটাকাটির জেড়ে এক পর্যায়ে মেম্বারের ২ ছেলের সাথে হাতাহাতি হয়।
এ ব্যাপারে সাইদুর বলেন, অনিয়ম করে তালিকা করে নিজের আত্মীয় স্বজনদেরকে সব বিতরন করে আত্মসাৎ করেছে ।সেই বিষয়ে প্রতিবাদ করায়, তার ছেলেরা আমাকে লাঞ্চিত করেছে। পরে দুইপক্ষের লোকজনের উপস্থিতিতে এই ঘটনা ঘটে।
ইউপি সদস্য শাহাব উদ্দিন বলেন এলাকার লোকজন বাদ পড়লে আগামীকাল ব্যাবস্থা করে দেওয়া হবে কিন্তু এর মধ্যে অনাকাংখিত ঘটনাটি ঘটে।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন বিষয়টি নিয়ে দুই পক্ষই অভিযোগ দিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply