স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি উদযাপন উপলক্ষে চিলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ে সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিলমারী মডেল থানা, অফিসার্স ক্লাব, চিলমারী প্রেস ক্লাব, উপজেলা শিল্পকলা একাডেমী, জাতীয় পার্টি, সারা হাসপাতালসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পৃথক পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পন করে। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এসময় উপজেলা নির্বাহী অফিসার এ, ডবিøউ, এম রায়হান শাহ্ ও চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
Leave a Reply