এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে কারুপণ্য রংপুর লিমিটেডের পক্ষে সমকাল সুহৃদ সমাবেশ ৫০০জন দরিদ্র মানুষের মাঝে কাপড়ের তৈরী মাস্ক ও করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সতর্ক হওয়া সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার রমনা ইউনিয়নের পানাতিপাড়া গ্রামে ঘরে ঘরে গিয়ে ২৫০টি মাস্ক বিতরণ করে সুহৃদ সদস্যরা। পরে উপজেলার বন বিভাগ এলাকায় আরও ২৫০টি মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় চিলমারী সমকাল প্রতিনিধি নাজমুল হুদা পারভেজ, সুহৃদ চিলমারী শাখার সদস্য সচিব মিজানুর রহমানসহ সুহৃদ সদস্য রুবেল মিয়া, বুলবুল মিয়া, রাজু মিয়া, রিদয় ইসলাম, শিল্পী খতিুন, অর্পণ আক্তার ও তিথি আক্তার উপস্থিত ছিলেন।
Leave a Reply