আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় গরু-ছাগলের হাটে সরকার নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে আলহাজ ফরিদুল হক শাহীন শিকদার নামের এক হাট ইজারাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা বিএনপির সাবেক বহিষ্কৃত সাধারণ সম্পাদক। স্থানীয় জনগণের অভিযোগ ও সেনাবাহিনীর টহল দলের পর্যবেক্ষণের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়। কুড়িগ্রাম আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুরে কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের একটি টহল দল ভুরুঙ্গামারীর গরু-ছাগলের হাট পরিদর্শনে যায়। সেখানে স্থানীয়রা অভিযোগ করেন, হাটের ইজারাদার সরকার নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন।
টহল দলের কমান্ডার হাসিলের রশিদ যাচাই করে অভিযোগের সত্যতা পান। সেখানে দেখা যায়, সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি অর্থ আদায় করা হচ্ছে, যা অবৈধ ও জনস্বার্থ পরিপন্থী।
এরপর সেনাবাহিনী টহল দল অভিযুক্ত ইজারাদার আলহাজ্ব ফরিদুল হক শাহীন শিকদারকে আটক করে ভুরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
সেনাবাহিনীর টহল দলের কমান্ডার জানান, সরকার নির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা শাস্তিযোগ্য অপরাধ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রশাসন জানিয়েছে, হাট-বাজারে এ ধরনের অনিয়ম সহ্য করা হবে না। জনস্বার্থ নিশ্চিত করতে এবং হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখতে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply