প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ/২৫এর প্রবীণ পুষ্টি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২জুন) সকাল ১০টায় রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা মডেল মসজিদ হলরুমে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী, উপজেলা কৃষি অফিসার মোছা. সাইফুন্নাহার সাথী, ইসলামমিক ফাউন্ডেশনের ফ্লিড সুপারভাইজার মো. মুরাদ হোসাইন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতীব মো. উমর ফারুক বিল্লাহ্ প্রমূখ। সভায় রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখী বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ গত ২৮মে থেকে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত চলবে। পুষ্টি বিষয়ক বিভিন্ন কর্মসূচীর মধ্যে প্রবীণদের পুষ্টি একটি বিশেষ কর্মসূচী। প্রবীণদের পুষ্টি গুন সম্পন্ন খাবার খাওয়া প্রয়োজন। এছাড়া তিনি পুষ্টি বিষয়ক বিভিন্ন খাবার নিয়ে আলোচনা করেন।
Leave a Reply