আজকের তারিখ- Wed-09-07-2025
 **   নয়নতারার বিরুদ্ধে ৫ কোটি টাকার মামলা **   চিলমারীতে বিএনপি’র যৌথ কর্মীসভা অনুষ্ঠিত **   কুড়িগ্রামে তিস্তা নদীতে নিখোঁজ হওয়া শিশু নাজিমের লাশ ১দিন পর উদ্ধার **   কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ **   ‘আগের তিন নির্বাচনকে যারা বৈধ বলেছেন তারা পর্যবেক্ষক হওয়ার সুযোগ পাবে না’ **   এশিয়া কাপে বাংলাদেশ নারী দল : অভিনন্দন **   ৬ দফা দাবিতে কুড়িগ্রামে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি **   কুড়িগ্রামে হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ **   প্রিয়াঙ্কা জীবনে একটিও ভুল করেনি : নিক জোনাস **   চিলমারীতে জুলাই গণঅভ্যূত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব নেয়ার পরেই কার্লো আনচেলত্তি বলেছিলেন, এই উইন্ডোতেই ব্রাজিলের বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চান তিনি। তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ইকুয়েডর। যারা বিশ্বকাপ বাছাই লাতিন আমেরিকা অঞ্চলে ছিল দ্বিতীয় স্থানে। তাদের ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফেরা হবে কঠিন। যে কারণে সতর্কতার সঙ্গে খেলে গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছিলো নতুন কোচ আনচেলত্তির ব্রাজিল।

ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটাকেই টার্গেট করেছিলেন কোচ আনচেলত্তি। এই ম্যাচে জিততে পারলে, অন্যদিকে উরুগুয়ের কাছে ভেনেজুয়েলা হেরে গেলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলিয়ানদের।
দুয়ে দুয়ে চার – যোগফল মিলে গেলো। ব্রাজিল মাঠে নামার আগেই জানতে পারলো উরুগুয়ের কাছে ভেনেজুয়েলা হেরেছে ২-০ গোলে। বাকি ছিল নিজেদের কাজটা করা। প্যাাগুয়ের বিপক্ষে সেটাও করে নিলো সেলেসাওরা। ৪৪তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।
সে সঙ্গে লাতিন আমেরিকা অঞ্চল থেকে তৃতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে ৬ দল। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল রয়েছে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে এগিয়ে থেকে ২য় স্থানে ইকুয়েডর।
তালিকার ৭ নম্বরে থাকা ভেনেজুয়েলার পয়েন্ট ১৬ ম্যাচে ১৮। বাকি দুই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ২৪। সে ক্ষেত্রে ব্রাজিল এবং ইকুয়েডরকে পেছনে ফেলা আর তাদের পক্ষে সম্ভব নয়। এমনকি এরপর বলিভিয়া (১৭ পয়েন্ট), পেরু (১২ পয়েন্ট), চিলির (১০ পয়েন্ট) পক্ষে তো সম্ভব নয়ই। কারণ, সবারই বাকি আছে আর ২টি করে ম্যাচ।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ jugerkhabor@gmail.com, smnuas1977@gmail.com
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )