স্টাফ রিপোর্টার: আতঙ্ক করোনা ভাইরাস। বের হলেই ধরতে পারে থাকতে হচ্ছে একজন থেকে অন্যজন দুরে। ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর, ফুটপাতের ব্যবসায়ীসহ বিভিন্ন কর্মজীবিরা। হাতে নেই কাজ থাকতে হচ্ছে উপোষ। এই অসহায় ব্যাক্তিদের পাশে সাহায্যের হাত বাড়ালেন উপজেলা প্রশাসন। বেকার হয়ে পড়া কর্মজীবী এসব মানুষের জন্য সরকারের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের পক্ষ থেকে উপজেলা প্রশাসন রমনা ইউনিয়নের ৫০টি পরিবারের মাঝে ইতোমধ্যে সাহায্য পৌঁছে দিয়েছেন। সোমবার দুপুরে রমনা মডেল ইউনিয়ন পরিষদ মাঠে পরিবেশ বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ কোহিনুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার প্রমুখ।
Leave a Reply