এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রশন ও এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) প্রকল্পের আওতায়-২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন পার্টনার ফিল্ড এন্ড কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুর ১২ টায় চিলমারী উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খামারবাড়ী কুড়িগ্রামের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আসাদুজ্জামান, চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষান দাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, চিলমারী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুর আলম মুকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন সরকার শিরিন প্রমুখ।
অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীসহ প্রায় দুই শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।
Leave a Reply