সাইফুল ইসলাম রাঙ্গা, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার উপজেলা পরিষদ মোড় সংলগ্ম ছোট কুষ্টারী নিবাসী বিশিস্ট হোটেল ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন আজ সকাল ৯টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা নামাজ বাদ আছর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে তার বড় ছেলে টুকু নিশ্চিত করেছেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রথমে ১১ নম্বর সেক্টরে ও পরে ৬ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধের পরে মিলিটারী অব ফ্রিডম ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।
Leave a Reply