এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরাঞ্চলে ফ্রেন্ডশিপের বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের চর বৈলমনদিয়ার খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চিলমারী ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ফ্রেন্ডশিপের সুশাসন প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান। সভায় প্রধান অতিথি হিসেবে জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা বিষণয়ক কর্মকর্তা মোছাঃ সোহেলী পারভীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী উত্তম কুমার সিংহ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ, কে, এম জাকির হোসেন ও সহকারী প্রকল্প ব্যবস্থাপক (থিয়েটার) মোঃ আবু রায়হান প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তাগণ বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। পরে ৩জনকে সন্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply