হাবিবুর রহমানঃ কুড়িগ্রামের চিলমারীতে নিজেদের জমাকৃত অর্থ ফেরত পেতে “বেসরকারি দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতির” বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সহ¯্রাধিক প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগী সদস্য।
শনিবার (৪-অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ নতুন বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। জানাগেছে, উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার এলাকায় “দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতি” নামে একটি সংগঠন ২০০৭ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীতে ঐ বছরেই উপজেলা সমবায় অফিস থেকে রেজিস্ট্রেশন পায় সমিতিটি। সমিতির নাম করে একটি চক্র প্রায় ৩হাজার সদস্য নিয়ে লোক দেখানো ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করেন। “সমিতিতে টাকা রাখলে উচ্চ হারে লভ্যাংশ” দেয়া হবে, লোভ দেখিয়ে বিভিন্ন মেয়াদে তারা ৩-৪ কোটি টাকা হাতিয়ে নেন”। পরে তাদের সমিতির সমস্ত কার্যক্রম বন্ধ করে দেন। নিজেদের জমাকৃত অর্থ ফেরত নিতে গেলে, সদস্যদের অনেক দিন ধরে বিভিন্ন রকম তাল বাহানা করে আসছেন সমিতি কর্তৃপক্ষ। নিজেদের কষ্টে অর্জিত অর্থ ফেরত পেতে শনিবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন, সহস্রাধিক প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগী সদস্যরা। এ সময় ছকিনা বেগম, জেলেখা বেগম ও নাজভান বেগম বলেন, আমি ভিক্ষা করে এবং মাটি কাটার কাজ করে জমাকৃত সাড়ে ৬লক্ষ টাকা ঐ সমিতিতে রেখেছি। সে টাকা আর ফেরত দিচ্ছে না, টাকা না পেয়ে তিনি প্রায় পাগল হয়েছেন। খরখরিয়াা এলাকার রিপন মিয়া ২লক্ষ ৩০হাজার টাকা, থানাহাট সবুজপাড়া এলাকার জয়ন্ত রায় জয় ১লক্ষ ২২হাজার টাকা, সরকারপাড়া এলাকার এরশাদুল হক ৮০হাজার টাকা, জোড়গাছ সাত ঘড়িপাড়া এলাকার সুফিয়া বেওয়া ১লক্ষ ২৮হাজার টাকা, একই এলাকার জেলেখা বেওয়া ১লক্ষ ৪৮হাজার টাকা, কসভান বেওয়া ৬০হাজার টাকা, মিম আক্তার ৩৬হাজার ৫০০টাকাসহ প্রায় ৩হাজার গ্রাহকের নিকট থেকে ৩ থেকে ৪ কোটি টাকা হাতিয়ে নেয়ার কথা বলেন তারা। দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতির সম্পাদক নুর আলম জানান, সমিতির পরিচালক আনিসুর রহমান আনিস এবং মিল্টন অর্থ উত্তোলনকারী ১৭জন কর্মচারীর কাগজপত্র তাদের জিম্মায় নেয়ায় আমরা হিসাব দিতে পারছি না। তবে গত এক সপ্তাহ আগে সাড়ে ৩৩শতাংশ জমি ৯৫লক্ষ টাকা পরিশোধের জন্য সাতটি দলিল মূলে দেয়া হয়েছে। বাকি গ্রাহকদের পরিশোধ করার মত অর্থ সমিতিতে নেই বলে জানান তিনি।
এ বিষয়ে সমিতির পরিচালক (ঋণ) আনিসুর রহমান আনিস এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, তাকে ফোনে পাওয়া যায়নি।








Leave a Reply