স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে বে-সরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে চিলমারীর চরাঞ্চলের কর্মহীন অসহায় ও দুস্থ ৮০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার চিলমারী, অষ্টমীর চর ও নয়ারহাট ইউনিয়নের চরাঞ্চলের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ চিলমারী শাখার ম্যানেজার (ফিল্ড অপারেশন) শফিয়ার রহমান, সিড এরিয়া ম্যানেজার শাহীনুর আলম, বিল্ডিং রেজুলেশন থ্রো (সিডিডিআর) ম্যানেজার মোশরেফুর রহমান, অফিসার (এমআইএস) মোঃ রতন আলী ও ফ্রেন্ডশিপের প্রমুখ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি চাল ১০ কেজি, ডাল ১ কেজি, লবন ১ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, শাড়ী ১টি, লুঙ্গি ১টি, সাবান ১টি, ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম, সেমাই ১ কেজি, গুড়া দুধ ৫০০ গ্রাম, ৪ প্রকারের সবজী বীজ, ও মাস্ক ২টি বিতরণ করা হয়।
Leave a Reply