স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার ভোলে (৮০) জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নলিল্লাহি….রাজিউন)। শুক্রবার বিকেলে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উপজেলার শান্তিনগর এলাকার মৃত মেহের উল্লাহ সরকারের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে চলে যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার ও সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জোবায়ের হোসেন জানান, মৃত আব্দুল লতিফ সরকার ভোলে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।
Leave a Reply