স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পানিতে ডুবে ১১ বছরের আদিলা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টায় উপজেলার রমনা মিস্ত্রিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আদিলা ঐ গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।
এলাকাবাসি সুত্রে জানা যায়, ১টার দিকে আদিলা বন্যার পানিতে গোসল করতে নামে গোসল করার এক পর্যায়ে ¯্রােতে সে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে চিলমারী ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ২ঘন্টা অভিযান চালিয়ে বিকেল ৩টার দিকে আদিলার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে তার ফায়ার সার্ভিস পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
বিষয়টি চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
Leave a Reply