আজকের তারিখ- Mon-10-02-2025
 **   বর্তমান পরিস্থিতি নিয়ে আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বিএনপি **   সাবেক সিইসি আবদুর রউফ আর নেই **   আজ থেকে সারা দেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’ **   বেনজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে: জামায়াত আমির **   ১১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী জনসভা করবে বিএনপি **   হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে আর হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার **   এই বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা **   শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিলো ডিবি **   চিলমারীতে শুরু হলো পন্ডিত বইমেলা ॥ উদ্বোধন করলেন কবি ও গীতিকার হাসান ফকরী **   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, ক্ষোভে ফুঁসছে দেশ

যুগের খবর ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামি দলের বিরোধিতার মধ্যে শুক্রবার রাতে কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করা হয়। কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলা হয়েছে।
এর প্রতিবাদে রবিবার দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ করেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। সেখান থেকে মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অধ্যাপক জাকির হোসেন, শফিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট রাজ উদ্দিন জিপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অধ্যক্ষ সুজাত আলী রফিক, বিজিত চৌধুরী, হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, নুরুল ইসলাম পুতুল, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, আব্দুর রহমান জামিল, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমেদ, কবির উদ্দিন আহমদ, অ্যাডভোকেট রনজিত সরকার, সৈয়দ শামীম আহমদ, বিধান কুমার সাহা, ফারুক আহমেদ, ডা. আরমান আহমেদ শিপলু, অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দীপন, অ্যাডভোকেট আজমল আলী, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, আজিজুল হক মনজু, শাহিদুর রহমান শাহীন, নূরে আলম সিরাজী, অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, নাজমুল ইসলাম এহিয়া, শমশের জামাল, মজির উদ্দিন, অ্যাডভোকেট মনসুর রশীদ, বুরহান উদ্দিন আহমেদ, আব্দুল বারী, অ্যাডভোকেট আব্বাছ উদ্দিন, জাহাঙ্গীর আলম, ইলিয়াসুর রহমান, অ্যাডভোকেট সালেহ আহমদ হীরা, সুয়েব আহমেদ, অ্যাডভোকেট দিলওয়ার আজহার, অ্যাডভোকেট জাহিদ সরোয়ার সবুজ, সুহেল আহমদ সাহেল, জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সালমা বাসিত, আমাতুজ জহুরা রুবা, শাহানারা বেগম, হেলেন আহমদ, মাধুরী গুন, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ কয়েস, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা তাঁতী লীগের আহ্বায়ক আলমগীর হোসেন, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক নোমান আহমদ, জেলা সদস্য সচিব সুজন দেবনাথ, মহানগর তাঁতী লীগের সদস্য সচিব আবুল হাসনাত বুলবুল প্রমুখ।
খাগড়াছড়ি: জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। জেলা শ্রমিক লীগের সভাপতি জানু সিকদারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান। বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ হোসেন, খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সহসভাপতি মেহেদী হাসান হেলাল, সাধারণ সম্পাদক ইসলামাইল হোসেন, কৃষক লীগের সভাপতি সৌরভ তালুকদার প্রমুখ।
ফরিদপুর: শহরের জনতা ব্যাংকের মোড় এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি  এ.কে আজাদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি জিয়াউল হাসন মিঠু প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আলীপুর মোড় এলাকা থেকে শুরু হয়ে মুজিব সড়ক ঘুরে নিলটুলী স্বর্ণকারপট্টি এলাকায় গিয়ে শেষ হয়।
ঝিনাইদহ: জেলা ছাত্রলীগের আয়োজনে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপন, পৌর ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলাম টিটন, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
ঝালকাঠি: জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার কাউন্সিলার রেজাউল করিম জাকিরের নেতৃত্বে ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা যুবলীগ আহ্বায়ক ও পৌরসভার কাউন্সিলার রেজাউল করিম জাকির বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মানে হলো স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশে এখনো বিদ্যমান। স্বাধীনতা বিরোধী চক্রের সকলকে আইনের আওতায় না আনা পর্যন্ত আমাদের এ বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা মো. কামাল শরিফ, কাওছার হোসেন মায়েজ, শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সমাজ সেবক ছবির হোসেন, মোস্তাফিজুর রহমান রিংকুসহ দুই শতাধিক নেতাকর্মী।
পিরোজপুর: ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে পিরোজপুর জেলা যুবলীগ। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জেলা যুবলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান করে। এ সময় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।
চাঁপাইনবাবগঞ্জ: জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি, শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।
জগন্নাথপুর: যুবলীগ সভাপতি কামাল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয়ের সামন থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইসলামপুর: উপজলা আওয়ামী লীগের থানামোড় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে ঐতিহাসিক বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আ. সালাম, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জামাল আব্দুন নাছের বাবুল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. কাদের শেখ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর, যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু প্রমুখ বক্তব্য রাখেন।
মণিরামপুর: যশোরের মণিরামপুরে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ সমাবেশ করেছে। দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, অজিত কুমার ঘোষ, ডা. আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেবাশীষ সরকার বাবু, সাবেক সাধারণ সম্পাদক স,ম, আলাউদ্দীন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিপন, পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান প্রমুখ।
শৈলকুপা: উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কবিরপুর হাসপাতাল গেট ঘুরে চৌরাস্তার মোড়ে এসে সমাবেশে অনুষ্ঠিত হয়। একাত্তরের পরাজিত শক্তি, বিএনপি-জামায়াত ও উগ্র মৌলবাদী গোষ্ঠী কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে শৈলকুপা চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রাজু, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান নওরজ, সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, সাবেক ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
সিংড়া: উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল প্রমুখ।
ফুলবাড়ী: উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস, পৌর আওয়ামী লীগের সভাপতি মঞ্জু রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোর্শারফ হোসেন, মহিলা লীগের সভানেত্রী নীরু সামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান মানিক রতন, যুবলীগ নেতা মোকাররম হোসেন বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ধামইরহাট: উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সম্পাদক মুক্তাদিরুল হক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, শ্রমিক লীগের শহীদুল ইসলাম, মহিলা লীগের সভাপতি আনজু আরা, আওয়ামী লীগ নেতা মাসুুদ সরকার, পৌর যুবলীগ সভাপতি ওমর ফারুক, সম্পাদক মাহবুব আলম বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবিব পাপ্পু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখ।
মহেশপুর: উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয় চত্তর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্তরে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নিজাম উদ্দিন আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, জেলা পরিষদের সদস্য এম এ আসাদ, প্রভাষক মুকুল গাজী, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান, যুগ্ম-আহবায়ক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
মান্দা: উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মোল্লা এমদাদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলাম, সহসভাপতি নাজিম উদ্দিন মন্ডল, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফছার আলী মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোমেনা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কৃষক লীগের সহসভাপতি ফিরোজ আহমেদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আল মাহমুদ বুলেট প্রমুখ।
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্তর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি জয় বাংলা গেইট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের পর অবরোধ তুলে নেওয়া হয়। এসময় শাখা ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেয়। সমাবেশে থেকে, বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার এবং আগামী সাতদিনের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ধরনের পরিস্থিতি তৈরির জন্য দায়ী মামুনুল হককেও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, আজিজুর রহমান লিলু, বায়োজিদ রানা কলিন্স, যুগ্ম-সম্পাদক আফফান হোসেন আপন, নাট্য ও বিতর্ক সম্পাদক রতন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আকলিমা আক্তার এশা, উপ-পাঠাগার ও সাহিত্য সম্পাদক শাহরুখ শাহরিয়ার সৌমিকসহ আরো অনেকে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ jugerkhabor@gmail.com, smnuas1977@gmail.com
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )