রুবেল মিয়া: কুড়িগ্রামের চিলমারীতে সাপ্তাহিক যুগের খবর পত্রিকার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে মেধাবী কল্যাণ সংস্থাকে সম্মাননা করা হয়।
১৬ ডিসেম্বর বুধবার দুপুরের উপজেলা হল রুমে সাপ্তাহিক যুগের খবর পত্রিকার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে মেধাবী কল্যাণ সংস্থাকে সম্মাননা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্, সাপ্তাহিক যুগের খবর প্রকাশক ও সম্পাদক এবং সাংবাদিকবৃন্দসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেধাবী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ নুরুল আলম বলেন, নিশ্চিতভাবে এ সম্মাননা সামনের দিনগুলোতে আমাদেরকে আরো বেশি আন্তরিক হতে প্রেরণা যোগাবে। তিনি সে সাথে সাপ্তাহিক যুগের প্রকাশক ও সম্পাদক এস, এম নুরুল আমিন সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, সাপ্তাহিক যুগের খবর যেনো পাঠকের মন ধরে রাখতে পারেন এবং পাঠকদেরকে সাপ্তাহিক যুগের খবর পত্রিকাটি পড়ার আহ্বান জানান। মেধাবী কল্যাণ সংস্থা ছাড়াও সাপ্তাহিক যুগের খবর করোনা ও বন্যায় মানবিক সহায়তা কার্যক্রমের জন্য চিলমারীর কৃতি সন্তান জে এন্ড টি ল্যাবরেটরীজ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রবিউল ইসলাম রবি এবং সফল নারী উদ্যোক্তা হিসেবে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ মাহফুজা হোসেন শিল্পীকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। পত্রিকার ৮ম বর্ষপূর্তি ও নবম বর্ষে পদার্পপন উপলক্ষে দাবা খেলায় বিজয়ী দৈনিক যুগান্তর প্রতিনিধি গোলাম মাহবুব, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মোঃ মামুন অর রশীদ, ব্যাডমিন্টন খেলায় বিজয়ী উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্, দৈনিক সমকাল প্রতিনিধি নাজমুল হুদা পারভেজ ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ সাওরাত হোসেন সোহেল বিশেষ সন্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক যুগের খবর সম্পাদক ও প্রকাশক এস, এম নুরুল আমিন সরকার।
Leave a Reply