নোয়াখালী প্রতিনিধি: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা মাওলানা মমতাজ উদ্দিন ও মা আম্বিয়া খাতুনের পাশে তাকে শায়িত করা হয়।
সকালে এই রাজনীতিবিদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় সবার শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন হাজারো মানুষ।
দুপুর ২টা ৫০ মিনিটে তার মরদেহ বহনকারী হেলিকপ্টার কবিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। তারপর গাড়িতে করে তার মরদেহ কবিরহাট সরকারি কলেজ মাঠে নেওয়া হয়। বিকেল সাড়ে ৪টায় সরকারি মুজিব কলেজ মাঠে জানাজা শেষে সন্ধ্যা ৬টায় তার গ্রামের বাড়ি মানিকপুরে শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাবা মাওলানা মমতাজ উদ্দিন ও মা আম্বিয়া খাতুনের পাশে তাকে দাফন করা হয়।
Leave a Reply