যুগের খবর ডেস্ক: হবিগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাড. আবু জাহিরের পর হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও তার স্বামী অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ টেস্ট করার পরে আজ শনিবার তাদের রিপোর্ট পজেটিভ আসে।
ডেপুটি সিভিল সার্জন মো. মুখলেছুর রহমান শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসক ইসরাত জাহান ও তার স্বামী শরীফুল ইসলামের করোনা টেস্ট নেওয়া হলে দুজনেরই কোভিড টেস্ট পসেটিভ আসে। আমরা তাদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি। তাই উনারা জেলা প্রশাসকের ডাক বাংলোতে আইসোলেশনে আছেন।
দুদিন আগে জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ -৩ আসনের সাংসদ অ্যাড.আবু জাহির এবং তার সহধর্মিণী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির ও তার পিএস সুদ্বীপ দাস স্বস্ত্রীক কোভিড আক্রান্ত হয়ে চিকিৎসারত আছেন।
উল্লেখ্য, হবিগঞ্জে ১১০ জনের কোভিড টেস্ট করানো হলে আজ শনিবার ৩৫ জনের করোনা পজিটিভ আসে।
Leave a Reply