এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের পক্ষ থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, মোঃ আবু হানিফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ফরিদ, তথ্য ও গবেষণা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, রমনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজগার আলী সরকার, থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল করিম, সাধারণ সম্পাদক ও থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, রনাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মন্জুরুল ইসলাম মঞ্জু, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আয়নাল হক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহŸায়ক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাজেদুল ইসলাম মিঠু প্রমুখ বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার আতœার মাগফিরাত কামনা এবং ভারতের মুম্বাইয়ে চিকিৎসাধীন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমের রোগ মুক্তি কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়।
Leave a Reply