আজকের তারিখ- Thu-25-04-2024

উইকেট নাকি উঠান, ড্র পিন্ডি টেস্ট নিয়ে প্রশ্ন

স্পোর্টস ডেস্ক: স্বর্গের যেমন উঁচু-নিচু প্রভেদ আছে। রাওয়ালপিন্ডি টেস্টের উইকেট তেমনি শ্রেষ্ঠ ব্যাটিং স্বর্গ। পাঁচ দিনের টেস্টে উইকেট পড়েছে মাত্র ১৪টি! প্রায় তিন দিন ব্যাট করে ৪ উইকেট হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। দু’দিন ব্যাট করে এক ইনিংস ব্যাট করে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। ফল অনুমিত; ড্র হয়েছে পিন্ডি টেস্ট।

‘উইকেট নাকি উঠান’ পিন্ডি টেস্ট নিয়ে এই প্রশ্ন উঠছে। প্রশ্ন তুলেছে খোদ পাকিস্তানের সংবাদ মাধ্যম।  রাওয়ালপিন্ডির উইকেট আইসিসির ডিমেরিট পয়েন্ট পেতে পারে বলে সংশয় প্রকাশ করা হয়েছে। ম্যাচ রেফারি রিপোর্ট দিলেই বিষয়টি পর্যবেক্ষণ করবে আইসিসি।

অথচ ২৪ বছর পর অস্ট্রেলিয়া পাকিস্তান সফরে আসায় পিন্ডি টেস্ট নিয়ে আলাদা উন্মাদনা ছিল। পাকিস্তান দলে আছেন শাহিন শাহ, হ্যারিস রউফ, নাসিম শাহদের মতো পেসার। স্পিন আক্রমণে আছেন নওমান আলী ও সাদিন খান। ওদিকে প্যাট কামিন্স, জস হ্যাজলউড। দুই দলের ব্যাটিং লাইন আপ সুদৃঢ়!

কিন্তু ম্যাচে ব্যাট বলের সুষম লড়াই দেখা গেল না। দেখা গেলো না দুই দলের আগুন ঝরানো পেস-বাউন্সের পসরা। টস জিতে পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র ৪ উইকেট হারিয়ে তোলে ৪৭৬ রান। ইমাম উল খেলেন ১৫৭ রানের ইনিংস। আজহার আলী করেন ১৮৫ রান। এছাড়া আব্দুল্লাহ শফিক (৪৪) ও বাবর আজম (৩৬) রান পান।

জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৫৯ রান তুলে অলআউট হয়। শেষ দিন ১৭ রানের লিড নেয় স্বাগতিক পাকিস্তান। অজি ব্যাটার উসমান খাজা (৯৭) ও মার্নাস লাবুশানে (৯০) সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। ফিফটি পান ডেভিড ওয়ার্নার (৬৮) ও স্টিভ স্মিথ (৭৮)। ক্যামেরুন গ্রিন করেন ৪৮ রান।

টেস্ট নিশ্চিত ড্র দেখে দ্বিতীয় ইনিংসে দুই পাকিস্তান ওপেনার ক্যারিয়ার সমৃদ্ধ করার দিকে মন দেন। ইমাম উল দ্বিতীয় ইনিংস ১১১ ও আব্দুল্লাহ ১৩৬ রান করেন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান কোন উইকেট না হারিয়ে ২৫৭ রান তোলে। পাকিস্তানের নওমান আলী ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। এটাও তাদের প্রাপ্তি। পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট আগামী ১২ মার্চ করাচিতে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )