আজকের তারিখ- Fri-29-03-2024
 **   বন্ধু সাজ্জাদের ছেলের চিকিৎসার জন্য সহযোগিতা চাইলেন সুমন-জেসমিন দম্পতি **   বদলির পথ খুলছে বেসরকারি মাদরাসা শিক্ষকদেরও, নীতিমালা শিগগির **   নাবিকদের ছাড়াতে মুক্তিপণ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : মালিক পক্ষ **   বন্দি নিয়ে বিএনপি মিথ্যাচার করছে : ওবায়দুল কাদের **   ‘বিএনপি নেতাদের বক্তব্যে জিয়াউর রহমানও কবরে শুয়ে লজ্জা পাচ্ছে’ **   আইপিইউ অ্যাসেম্বলি শেষে দেশে ফিরেছেন স্পিকার **   এবার জায়েদ খানের নায়িকা হচ্ছেন পূজা **   প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী **   ‘পরিবেশদূষণে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের অকালমৃত্যু’ **   বাংলাদেশ ও মার্কিন প্রধান বিচারপতির মধ্যে বৈঠক অনুষ্ঠিত

তেলের দাম কমার প্রভাব নেই বাজারে

যুগের খবর ডেস্ক: ভোজ্যতেলের দাম লিটারে সাত টাকা কমানোর ঘোষণা দিলেও বাজারে তার কোনো প্রভাব পড়েনি। সোমবার (২৭ জুন) থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বাজারে তেল বিক্রি হচ্ছে আগের দামেই। অর্থাৎ খুচরা পর্যায়ে প্রতি লিটার ২০৫ টাকা, পাঁচ লিটার ৯৭০-৯৮০ টাকা বিক্রি করছেন ব্যবসায়ীরা। পাইকারি বাজারেও একই অবস্থা।
পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, নতুন ডিও লেটার দিলে কম দামের তেল পাওয়া যাবে। তাতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে, ক্রেতাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সোমবার (২৭ জুন) রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে একিই চিত্র পাওয়া গেছে।
গত রমজানের শেষে দিকে সয়াবিন তেলের বাজার হঠাৎ করেই অস্থির হয়ে উঠে। ঈদের আগ মুহূর্ত বাজার থেকে তেল উধাও হয়ে যায়। আর ঈদের পর ৫ মে এক লাফে তেলের দাম প্রকারেভেদে ৩৮টাকা থেকে ৪২টাকা বাড়ে লিটার প্রতি। তখন দাম বৃদ্ধির জন্য মিলমালিক, পাইকারি ও খুচরা বিক্রেতারা একে অপরকে দায়ী করেন।
এরপর গত ৯ জুন বাজেট অধিবেশনের দিন সন্ধ্যায় ভোজ্য তেলের দাম তেলের দাম আরেক দফা বাড়িয়ে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয় ২০৫ টাকা। অর্থাৎ দাম বাড়ে লিটারে সাত টাকা। দফায় দফায় ভোজ্যতেলের এমন দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতারা একেবারে নাকাল হয়ে যান।
ভোক্তাদের স্বার্থ নিয়ে কাজ করা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব জানায়, বিশ্ববাজারে তেলের দাম ২৬ শতাংশের মতো কমেছে। কারণ চলতি বছরের মার্চে বিশ্ববাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল এক হাজার ৯৫৬ ডলার। এপ্রিলে কমে প্রতি টন এক হাজার ৯৪৭ ডলার বিক্রি হয়। আর বর্তমানে টনপ্রতি এক হাজার ৪৬৪ ডলার দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ এক মাসে তেলের দাম কমেছে ২৬ শতাংশ। অথচ মিলমালিকরা সোমবার থেকে তেলের দাম লিটারে কমিয়েছে ৩ শতাংশেরও কম। বাজেট ঘোষণার দিন লিটারে ৭ টাকা বাড়ানো হলেও ১৮ দিন পর দাম কমানোর ঘোষণা দিয়েছে ৬ টাকা। আবার এই দাম কমানোর প্রভাব বাজারে দেখা যায়নি সোমবার।
কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, আগের দামেই বিক্রি করা হচ্ছে সয়াবিন তেল। দাম কমেনি। কমতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে।
একই কথা জানান কারওয়ান বাজারের মায়ের দোয়া জেনারেল এন্টারপ্রাইজের মালিক। তিনি বলেন, আগের দামেই এক লিটার ১০৫ টাকা, ৫ লিটার ৯৮০ টাকা বিক্রি করা হচ্ছে। মিলমালিকরা দাম কমার ঘোষণা দিলেও আমরা হাতে পায়নি।
কৃষিমার্কেটের সিটি এন্টারপ্রাইজের মালিক জানান, নতুন দামের তেল পাওয়া যায়নি। ডিলাররা তা দেয়নি। দিলেই কম দামে বিক্রি করা হবে। আগের বেশি দামে কেনা তেলই বিক্রি করা হচ্ছে। শুধু এই দুই বাজার নয়, রাজধানীসহ সারাদেশের একই চিত্র। মিলমালিকরা ঘোষণা দিলেও কম দামে কোথাও কোনো তেল বিক্রি করা হচ্ছে না। আগের বাড়ানো দামেই তেল বিক্রি করা হচ্ছে বিক্রেতাদের কাছে।
উল্লেখ্য,বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ রবিবার (২৬ জুন) সচিবালয়ে ভোজ্যতেলের দাম কমানোর ব্যাপারে কোনো ঘোষাণা দেননি। তবে কয়েক দিন পরই কমবে বলে জানান। এরপর মিলমালিকরা আগে লিটারে ৭ টাকা বাড়িয়ে এবার ৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। তার প্রভাব বাজারে এখনো দেখা যায়নি।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )