আজকের তারিখ- Wed-24-04-2024

চিলমারীতে প্রধান শিক্ষক ও সভাপতির অনিয়মে ডুবতে বসেছে দক্ষিণ খাউরিয়া স্কুল এন্ড কলেজ

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া স্কুল এন্ড কলেজটি প্রধান শিক্ষক ও সভাপতি অনিয়ম আর স্বেচ্ছাচারিতায় ডুবতে বসেছে বলে অভিযোগ তুলেছে সচেতন অভিভাবক মহল।
জানা গেছে, ম্যানেজিং কমিটির নির্বাচনী তফশিল অনুযায়ী গত ১৩/০৯/২০২২ইং তারিখে ভোট গ্রহনের তারিখ ঘোষণা দেয়া হয়। প্রতীক হিসেবে প্রার্থীদের দেয়া হয় ক্রমিক নম্বর। যার যার ক্রমিক নম্বরে ভোট চেয়ে প্রার্থীরা নদী নালা খালবিল উপেক্ষা করে ছুটে চলে ভোটারদের বাড়ি বাড়ি। ভোটের দিন দেখা যায় প্রধান শিক্ষক ও সভাপতি কুটকৌশল করে সভাপতির ভাতিজা শাহ আলমকে জেতাতে যে ক্রমিক নম্বরের ব্যালটের ফিল্ড ভালো ব্যালটে দেখা যায় সেই ক্রমিক নং শাহ আলমকে দেয়া হয়েছে। এতে এক ভোটার ক্ষুদ্ধ হয়ে প্রহসনের নির্বাচন বন্ধ করে পুনঃতফসিল ঘোষণার দাবি করে ব্যালট জমা না দিয়ে ব্যালট নিয়ে বাড়ি চলে যায়। অন্য প্রার্থীরা অভিযোগ তুলে বলেন, ওই বিদ্যালয়ে প্রায় সাড়ে ছয়শত শিক্ষার্থী সেখানে ভোটার করেছে মাত্র ৪৫৩ জনকে। শুধুমাত্র প্রধান শিক্ষক ও সভাপতির স্বার্থ চরিতার্থের জন্যই প্রায় দুই শত অভিভাবকের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সুষ্ঠু নির্বাচনের দাবিতে অন্য তিন প্রার্থী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে বলে জানা গেছে।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, সাবেক চেয়ারম্যান নওশাদ আলী সরকারের বাড়িতে সপ্তম শ্রেণীর ১৭ জন, বিদ্যালয়ের বারান্দায় নবম শ্রেণির ২জন ও দশম শ্রেণির দুইজন এবং বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে অষ্টম শ্রেণির ১৭/১৮ জন শিক্ষার্থী নিয়ে চলছে পাঠদান। শিক্ষক স্টাফ মিলে মোট ১৮জন থাকলেও দেখা মেলে মাত্র আটজনের।
প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় সহকারী প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি বলেন, প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া কোনো ধরনের তথ্য দেয়া নিষেধ আছে। এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে প্রধান শিক্ষককে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত রিপোর্টের আলোকে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )