এস, এম নুআস: দীর্ঘদিন অপেক্ষার পর চিলমারী উপজেলায় ষষ্ঠ ধাপের নির্বাচনে চিলমারী উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে।
গত শনিবার রাতে নৌকার প্রার্থী হিসাবে চিলমারী উপজেলার ৫টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানগণকে মনোনয়ন দেয়া হয়েছে। উপজেলার থানাহাট ইউনিয়নে মোঃ আব্দুর রাজ্জাক (মিলন), রাণীগঞ্জ ইউনিয়নে মোঃ মন্জুরুল ইসলাম মঞ্জু, রমনা মডেল ইউনিয়নে মোঃ আজগর আলী সরকার, চিলমারী ইউনিয়নে মোঃ গয়ছল হক মন্ডল ও অষ্টমীরচর ইউনিয়নে মোঃ আবু তালেবকে মনোনয়ন দেয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন চিলমারী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম লিচু।
উল্লেখ, গত ইউপি নির্বাচনে থানাহাট ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৮১১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন মোঃ আব্দুর রাজ্জাক (মিলন), রমনা মডেল ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আজগর আলী সরকার ৪৯৬৫ ভোট, চিলমারী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে গয়ছল হক মন্ডল ১৯১০ ভোট, রাণীগঞ্জ ইউনিয়নে মোঃ মন্জুরুল ইসলাম মঞ্জু নৌকা প্রতীক নিয়ে ৬১৯৭ ভোট এবং অষ্টমীর চর ইউনিয়নে আবু তালেব নৌকা প্রতীক নিয়ে ৫৬৭৩ ভোট পেয়ে বিজয় হয়েছিলেন। তারা আশাবাদী এবারেও তারা নৌকার পক্ষে বিজয় আনতে পারবেন। তবে চলমান ইউপি নির্বাচনে ভোটাররা মুখ খুলতে নারাজ।
Leave a Reply