বিনোদন ডেস্ক: দুই দিন আগে করোনামুক্ত হয়েছেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। তার একমাত্র সন্তান আইজান নেহানও করোনামুক্ত।
করোনামুক্ত হয়ে শাবনূর গণমাধ্যমকে বলেন এখন তিনি পুরোপুরি সুস্থ। ছেলেরও নেগেটিভ এসেছে। করোনামুক্ত হয়ে মা-ছেলে দুজনেই বুধবার সকালে ঘুরতে বের হন।
শাবনূর বলেন, ‘করোনার এই কয়েক দিন তো একদম হাঁপিয়ে ওঠেছি। প্রথম দুই দিন হাসপাতাল, এরপর মা-ছেলে তো মিলেমিশে ঘরবন্দী। আমাদের এমনিতে ঘোরাঘুরির অভ্যাস। সপ্তাহে এক দিন তো ঘুরতে বের হই। তা ছাড়া আইজানের স্কুলে আনা-নেওয়ার কাজটা যেহেতু আমাকে করতে হয়, সুযোগ পেলেই গাড়ি নিয়ে এদিক-ওদিক ঘুরি। কিন্তু করোনায় তা একেবারে হয়নি। আমি আসলে ঘাবড়েও গিয়েছিলাম। যেভাবে কাশি হচ্ছিল আর জ্বর ওঠানামা করছিল। বলতে পারি, আল্লাহ নতুন এক জীবন দিয়েছেন। শত্রুরও যেন এই রোগটা না হয়, এই কামনা করছি।’
করোনামুক্ত হলেও শারীরিকভাবে দুর্বল অনুভব করছেন বলে জানালেন শাবনূর। তিনি বললেন, ‘শুনেছি, করোনামুক্ত হওয়ার মাস ২-৩ পর্যন্ত শারীরিক দুর্বলতা নাকি থাকেই। ডাক্তার বলেছেন খাওয়াদাওয়া করতে। আপাতত তাই, কোনো ডায়েট নিয়ে ভাবছি না। খাচ্ছি-দাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি।’
পাঁচ দিন ধরে পিঠের ব্যথায় ভুগে গত ২৭ ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে এক্স-রে করাতে যান শাবনূর। করোনাসহ আরও বেশ কিছু পরীক্ষাও করান তিনি। হাসপাতালের কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে সিডনির বাসায় ফেরেন। বাসায় ঢুকতেই হাসপাতাল থেকে জানানো হয়, তিনি করোনায় আক্রান্ত। হঠাৎ এ খবরে বিস্মিত ও হতবাক তাঁর পরিবারের সবাই। এরপর ২৭ ডিসেম্বর আইসোলেশনে চলে যান শাবনূর। পরদিন শ্বাসকষ্ট শুরু হলে ২৯ ডিসেম্বর সিডনির স্থানীয় সময় বেলা দুইটায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply