বিনোদন ডেস্ক: সেন্সরের জন্য প্রস্তুত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ এমনটাই জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নবাগত চিত্রনায়ক শান্ত খান। এরই মধ্যে তার অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কটি সিনেমা।
এদিকে সম্প্রতি সিনেমায় নায়িকা হিসেবে নাম লেখিয়েছেন দীঘি। শান্ত খানের সঙ্গে জুটি বেঁধে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটির গল্প গড়ে উঠেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। এটি দীঘির অভিষেক সিনেমা।
সেন্সর টেবিলে যেতে সব কিছুই চূরান্ত। আশা করছি দু-একদিনের মধ্যে বোর্ডে জমা দিতে পারবো।
স্টোরি স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার মো. সেলিম খান। চিত্রনাট্য রচনা করেছেন শামীম আহমেদ রনী। বিজয় দিবস উপলক্ষে আগামী ১১ ডিসেম্বর সারা দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও নানা চক্রান্তের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমা।
Leave a Reply