স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী উপজেলা শাখার উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, সকল শহীদ স্মরণে নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, মোঃ জামিনুল হক, মোঃ আবু হানিফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ফরিদ, রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, চিলমারী ইউপি চেয়ারম্যান মোঃ গয়ছল হক মন্ডল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মন্জুরুল ইমলাম মঞ্জু, তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply