বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি রিয়াজ-শাবনূর অভিনীত ছবি ‘মন বসে না পড়ার টেবিলে’ মুক্তি পায় ২০০৯ সালে। ১১ বছর পর ওই ছবির সিকুয়্যাল নির্মাণের ঘোষণা দেন এর পরিচালক আব্দুল মান্নান। নতুন জুটি নিয়ে এবার তিনি নির্মঠু করছেন ‘মন বসেছে পড়ার টেবিলে’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন এ প্রজন্মের তরুনদের হার্টথ্রুব আলোচিত শাহ হুমায়রা সুবাহ। তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিলয়।
গত বছর ২১ ডিসেম্বর শুরু হয় ‘মন বসেছে পড়ার টেবিলে’ ছবির দৃশ্যধারণ। এর কাজ প্রায় শেষ দিকে। গানের শুটিং শেষ হলেই বন্ধ হচ্ছে পুরো ছবির দৃশ্যধারণের কাজ- এমনটাই জানিয়েছেন এর নির্মাতা মান্নান।
তিনি বলেন, ‘সুবাহ আমার প্রত্যাশার চেয়ে বেশি ভালো করেছে। ওর মধ্যে অমিত সম্ভাবনা রয়েছে প্রতিষ্ঠা পাওয়ার। বিশেষ করে ওর টাইম সেন্স দারুন। ভোগান্তি নেই ফলে খুব দ্রুতই কাজটি শেষের পথে। সব ঠিক থাকলে আসছে ঈদে ছবিটি মুক্তি পাবে।
তিনি আরও বলেন, ‘একটানা কাজ করে ছবির কাজ প্রায় শেষ। ছবিতে চারটি গান রয়েছে। এরই মধ্যে দুটির কাজ শেষ। বাকি দুই গানের শুটিং চলতি মাসেই করার কথা রয়েছে। গানের দৃশ্যধারণ শেষ হলেই ডাবিং ও সম্পাদনার কাজ শুরু হবে।’
মাহি কথাচিত্রের ব্যানারে মোস্তাফিজুর রহমানের কাহিনী অবলম্বনে রোমান্টিক প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘মন বসেছে পড়ার টেবিলে’। এতে আরও অভিনয় করছেন পীরজাদা শহিদুল হারুন, রেবেকা রউফ, মেহেদী, শামীম আহমেদসহ অনেকেই।
Leave a Reply