বিনোদন ডেস্ক: টেলিভিশন ধারাবাহিক ‘পবিত্র রিশতা’-এর সেট থেকে সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতার পরিচয়। এরপর তাদের প্রেমের কথা বলিউডে ছড়িয়ে পড়ে। প্রয়াত এ অভিনেতার জন্মদিন চোখে জল নিয়ে উদযাপন করছেন তার ভক্তরা। এছাড়া অভিনেতার ৩৫তম জন্মদিনে টুইটারে আবার ট্রেন্ড করতে শুরু করেছে ‘জাস্টিস ফর সুশান্ত’ নামের সেই পুরনো হ্যাশট্যাগ।
পাশাপাশি সুশান্তের মৃত্যু কীভাবে হয়, তা প্রকাশ্যে আনতে হবে বলেও জানানো হচ্ছে দাবি। এর মাঝেই সুশান্তের বান্ধবী অঙ্তিা সেই সময় পুরনো ভিডিয়ো শেয়ার করলেন ।
যেখানে তার পোষা কুকুর স্কচের সঙ্গে খেলতে দেখা যায় সুশান্তকে। স্কচ কীভাবে যে ‘মিস’ করে, তা আবার প্রকাশ্যে তুলে আনেন প্রয়াত অভিনেতার এক সময়ের বান্ধবী।
সুশান্তের সঙ্গে প্রায় ৭ বছরের সম্পর্ক শেষ করে বেরনোর পর একা থাকতে শুরু করেন অঙ্কিতা। সুশান্ত-অঙ্কিতার বিচ্ছেদ কেন হল, তা নিয়ে বিভিন্ন সময় একাধিক জল্পনা শুরু হয়। যদিও সুশান্ত বা অঙ্কিতা এ বিষয়ে কোন মন্তব্য করেননি।
সুশান্তের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মুখ খোলায় কটাক্ষের মুখেও পড়তে হয় অঙ্কিতাকে। অঙ্কিতা কেন সুশান্তের ‘বিধবার’ মতো আচরণ করছেন বলেও অভিনেত্রীকে তীব্র কটাক্ষ করেন রিয়া। এ নিয়ে অবশ্য পালটা মন্তব্য করেননি অঙ্কিতা। সূত্র: জিনিউজ
Leave a Reply