মোঃ জাহেদুল ইসলাম রতন, লালমনিরহাট: জাতীয়, ধর্মীয় ও সামাজিক সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে লেখনির মাধ্যমে যে প্রতিবাদী চেতনা গড়ে উঠেছে, তার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, একজন সাহসী কলামিস্ট, কবি ও চিন্তাবিদ হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন মুফতী ফজলুল করীম শাহারিয়া।
বিশেষ করে জুলাই বিপ্লব ও সময়োপযোগী বিভিন্ন ইস্যুতে তাঁর বলিষ্ঠ লেখনী ও প্রতিবাদী ভূমিকা আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্তস্বরূপ আখ্যা দিয়ে তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
শনিবার (২রা আগষ্ট) দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর লালমনিরহাট জেলা কার্যালয়ে, ইসলামি যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব জমায়েত অনুষ্ঠানে মুফতি ফজলুল করিম শাহরিয়াকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামি যুব  আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক জানাব মুহাম্মদ মাহবুব আলম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মু. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি এবং লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোকছেদুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাহফুজুর রহমান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর লালমনিরহাট জেলা শাখার সভাপতি আলহাজ্ব মু. আমিনুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর লালমনিরহাট জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, জাতীয় শিক্ষক ফোরাম লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইসলামী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোহাম্মদ মুহিব্বুল্লাহ।
অনুষ্ঠানের সভাপতি তো করেন সভাপতিত্ব করেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ এনামুল হক।
মুফতি ফজলুল করিম শাহরিয়া নির্ভীক উচ্চারণ, সত্যের পক্ষে অবস্থান ও ইসলামী চেতনাসম্পন্ন কলমচর্চার স্বীকৃতিস্বরূপ তাঁকে প্রতিবাদী কবি ও কলামিস্ট হিসেবে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ইসলামী যুব আন্দোলন লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে  প্রদান করা হয়।
উল্লেখ্য, মুফতি ফজলুল করিম শাহরিয়া ইসলামি আন্দোলন বাংলাদেশ এর লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি ও লালমনিরহাট ১ আসনে হাত পাখা মার্কা নিয়ে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন।
            






            
Leave a Reply