যুগের খবর ডেস্ক: জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করতে বাংলাদেশ সম্পাদক ফোরাম জাতীয় প্রেস ক্লাব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য সম্পাদক ফোরাম জোর দাবি জানিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবেলারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ সম্পাদক ফোরাম।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ সম্পাদক ফোরামের সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের উপদেষ্টা, সাংবাদিক সমাজের শীর্ষ নেতা, ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস্য আমাদের কুমিল্লা সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশের খবর সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, ভোরের ডাক সম্পাদক কেএম বেলায়েত হোসেন, ফোরামের আহ্বায়ক স্বদেশ প্রতিদিন সম্পাদক রফিকুল ইসলাম রতন, যুগ্ম আহ্বায়ক আলোকিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ আনোয়ার ও দৈনিক আমাদের নতুন সময় সম্পাদক নাসিমা খান মন্টি, সদস্য সচিব আজকালের খবর সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক জনতা সম্পাদক আহসান উল্লাহ, ডেইলি ইন্ডাস্ট্রি সম্পাদক ড. এনায়েত করিম, দৈনিক মানবকন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী, দৈনিক শেয়ারবিজ সম্পাদক মীর মনিরুজ্জামান, বাংলাদেশের আলো সম্পাদক মফিজুর রহমান খান বাবু, সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ, ডেইলি সিটিজেন টাইমস সম্পাদক নাজমুল আলম তৌফিক ও প্রতিদিনের সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক এসএম মাহবুবুর রহমান।
Leave a Reply