স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ মদনমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহফুজার রহমান মিঠু (৪০) দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে বগুড়ায় ইন্তেকাল করেন (ইন্না—-রাজেউন)। বুধবার বাদ যোহর তার নিজ বাসভবনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সহকারি শিক্ষক মাহফুজার রহমান মিঠু বজরাতবকপুর ব্যাপারীর বাজার গ্রামের বাবা আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ আকন্দ মাস্টারের প্রথম পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে চিলমারী উপজেলার চিলমারী প্রাথমিক সহকারি শিক্ষক কল্যাণ ঐক্য, সাপ্তাহিক যুগের খবর পরিবার গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply