লাবনী ইয়াসমিন: কুড়িগ্রামের চরের মেয়েশিশুদের জীবনে বাল্যবিবাহ যেন এক অমোঘ নিয়তি। যে বয়সে তাদের হাসিখেলা ও স্বপ্নে বিভোর থাকার কথা, সেই বয়সেই কেউ কেউ হয়ে উঠছেন মা। ফলে অকালেই হারিয়ে যাচ্ছে শৈশব, আর প্রজন্ম থেকে প্রজন্ম ধরে সামাজিক, পারিবারিক ও মানসিক বিপর্যয়ে জর্জরিত হচ্ছে এখানকার কিশোরীরা।
জানা যায়, ২০১৭ সালে কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ছিল ৬৫ শতাংশ। ২০১৯ সালের ডিসেম্বর মাসে একটি মধ্যবর্তীকালীন মূল্যায়ন করা হয়। তখন বাল্যবিবাহের এ হার ৪৬ দশমিক ৮ শতাংশে নেমে আসে। এছাড়া, ২০১৯ সালে প্রতি মাসে ৯৪টি বাল্যবিবাহ হচ্ছিল। ২০২০ সালে এ সংখ্যা কমে ৩৬ হয়।
সরেজমিনে দেখা যায় , কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তার বুকে গড়ে ওঠা চরাঞ্চলের ১৩–১৬ বছরের কিশোরীরা সবচেয়ে বেশি বাল্যবিবাহের শিকার হচ্ছে। একদিকে বন্যা ও নদীভাঙনের কারণে পরিবারগুলো আর্থিক সংকটে পড়ে মেয়েদের দ্রুত বিয়ে দিয়ে দিচ্ছে, অন্যদিকে ছেলেদের অল্প বয়সেই সংসারের দায়িত্ব নিতে হচ্ছে।
চরগুলোতে দেখা যায়, দারিদ্র্যতা, শিক্ষার অভাব, সামাজিক কুসংস্কার এবং সচেতনতার ঘাটতি মিলিয়ে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর নানা উদ্যোগ সত্ত্বেও বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। তবে নির্দিষ্ট কোন ডাটা নেই কুড়িগ্রাম মহিলা অধিদপ্তরে। কুড়িগ্রাম মহিলা অধিদপ্তরের উপ পরিচালক সোহেলী পারভীন বলেন, “আমাদের কাছে কোন ডাটা নেই। বিভিন্ন এনজিও এসব ডাটা রাখে, তাদের কাছেই আমরা পাই। আমাদের লোকবল সংকটের কারণে এসব ডাটা কালেক্ট করা সম্ভব হচ্ছে না।”
চিলমারি উপজেলার বৈলমন্দিয়ার খাতা এলাকার কৃষক আব্দুস সালাম জানান, “মোর বেটির বয়স ১৪ বছর। ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে। বেটিছাওয়া মানুষের আর কত পড়া লাগবে? পাত্র দেখোছি বিয়াও দেমো।”
শুধু সালামের মেয়ে নন, এই অঞ্চলের অনেক মেয়েরই একই পরিণতি। পাখি (ছদ্মনাম), মাত্র ১৭ বছর বয়সেই দুই সন্তানের জননী। তিনি বলেন, “হামার যখন বিয়া হয় তখন বিয়ার বয়সে হয় নাই। বাপ ফুল মিয়া মেম্বার জন্মনিবন্ধনের তারিখ পাল্টাইয়া বয়স বাড়াইছে। মোর প্রথম ব্যাটার বয়স ৩ বছর, আরেকটা কোলতে ৬ মাস।”
অভাবের তাড়নায় অনেক পরিবার জন্মনিবন্ধনের তারিখ পরিবর্তন করে মেয়েদের বিয়ে দেন। রাজারহাটের বগুড়াপাড়া চরের ফুলমতি বেগম বলেন, “জন্মনিবন্ধনের বয়স বাড়াইয়া মোর বেটির বিয়াও দিছি। কিন্তু কম বয়সে বিয়া দিয়া মেলা ঝামেলাত পড়ছি। শ্বশুরবাড়িতে খুব জ্বালায়। এ্যালা দুইটা ছাওয়া নিয়া বেটি বাড়িত নিয়াও আসছে। অভাবের তাড়নায় ব্যাচে খায়া চোখত ঘাও হইছে।”
রাজীবপুর চরের শাহেদা বেগম জানান, তাঁর মেয়েকেও কম বয়সে বিয়ে দিতে হয়েছে। “বেটির ছাওয়া হওয়ার পর হঠাৎ শরীর ফুলি যায়। জামাইয়ের বাড়ি থাইক্যা কোনো ট্রিটমেন্ট করায় নাই। পরে বেটি চলি আসলে আমরা ৪ হাজার টাকা খরচ করে চিকিৎসা করাইছি।”
স্থানীয় এক অভিভাবক সেলিম মিয়া যুগের খবরকে বলেন, “অভাবের কারণে মেয়ে বড় হওয়ার আগেই বিয়ে দিতে হচ্ছে। পড়াশোনা করানোর সামর্থ্য নেই। বেশি মহেশ্বরী বিয়ে দিতে সমস্যা হয়।”
কুড়িগ্রামের লাইট হাউস এনজিওর চিলমারী চরের ইউ সি হামিদা আক্তার হেনা বলেন, “এই প্রবণতা শুধু মেয়েদের শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হচ্ছে না, বরং শিক্ষার হারও কমিয়ে দিচ্ছে। অনেক মেয়ে মাধ্যমিক শেষ করার আগেই স্কুল ছেড়ে দিতে বাধ্য হচ্ছে।”
কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন স্বপন কুমার যুগের খবরকে বলেন, “অল্প বয়সে বিয়ে ও সন্তান জন্মদানের ফলে মেয়েরা মারাত্মক ঝুঁকিতে পড়ে। তাদের স্বাস্থ্য সমস্যা, অপুষ্টি ও মাতৃমৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।”
কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ যুগের খবরকে, “বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তবে নদীভাঙন কবলিত ও দুর্গম চরাঞ্চলে আইন প্রয়োগ কঠিন হয়ে যাচ্ছে।”
অবজারভার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি তুহিন জামানের মতে, বাল্যবিবাহের কারণে অল্পবয়সে সন্তান জন্ম দেওয়ায় মায়ের স্বাস্থ্যঝুঁকি যেমন বাড়ছে, তেমনি শিশু মৃত্যুর হারও বেশি। একই সঙ্গে মেয়েরা শিক্ষার সুযোগ হারিয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। এর ফলে দারিদ্র্যের দুষ্টচক্র ভাঙা কঠিন হয়ে উঠছে।
সচেতনতা বাড়ানো ও আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করছেন স্থানীয়রা। তারা বলছেন, সরকার ও এনজিওগুলোর পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে। নচেৎ প্রজন্মের পর প্রজন্ম কুড়িগ্রামের চরাঞ্চলের মেয়েরা অকালেই শৈশব হারাবে এবং দারিদ্র্যের ফাঁদে জড়িয়ে থাকবে।
Leave a Reply