স্টাফ রিপোর্টার: গত ০৯ সেপ্টেম্বর, ২০২৫খ্রি: চিলমারী প্রাইমারী শিক্ষক মিলনায়তনে দিনব্যাপি সিটিজেন সাংবাদিকতা ও জেন্ডার সহিংসতা রির্পোটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। উক্ত প্রশিক্ষণে উলিপুর, চিলমারী এবং চড় বাজিবপুর তিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে ৩৫ জন সেচ্ছাসেবক অশংগ্রহন করেন।
প্রশিক্ষণ কর্মশালাটি উদ্ধোধন এবং প্রশিক্ষণের উদ্দেশ্য, লাইট হাউজ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেন মোঃ সাদিক আল হায়াত, উপ-পরিচালক, লাইট হাউজ।
প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হয়ে জেন্ডার ইকুয়ালিটি এবং সোস্যাল ইনক্লুশন নিয়ে সেশন প্রদান করেন ওয়াহিদা ইয়াসমিন, জেন্ডার কমপ্লোইন্চ এ্যাডভাইজার, লাইট হাউজ। তিনি আরও বলেন নারীদের বিভিন্ন কাজে নিয়োজিত রেখে এবং সংগঠিত করে সাবলম্বী করে তুলতে হবে। তাহলে পুরুষের পাশাপাশি নারীরাও সমভাবে এগিয়ে যাবে। কোন প্রকার বৈষম্যের স্বীকার যেন কেউ না হয় সেজন্য সকলকে সচেতন ভাবে কাজ করতে হবে।
সিটিজেন সাংবাদিকতা কি, এর গুরুত্ব এবং কেন প্রয়োজন, দুর্যোগকালীন সময়ে সিটিজেন সাংবাদিকগন কিভাবে রিপোর্ট করবেন সে সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মোঃ জাকির হেসেন, সিনিয়র রিপোর্টার দৈনিক আজকালের খবর ও ফোকাল পারসন- লাইট হাউস, অফিস সেক্রেটারি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও ফরমার ফাইন্যান্স সেক্রেটারি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা।
জেন্ডার সহিংসতা রির্পোটিং বিষয়ে ওয়েব পোর্টাল রিপোর্ট নাউ বিডি ডটকম এ কিভাবে তথ্য প্রদান করবেন তা সঠিক ভাবে সকল সেচ্ছাসেবকদের বুঝিয়েদেন এবং এক এক করে সকলকে লগইন করে দেন এবং পরবর্তীতে তাদেরকে ইউজার আইডি ও পাচওয়ার্ড প্রদান করা হবে যাতে তারা জেন্ডার সহিংসতা রির্পোটি ও দুর্যোগকালীন বিভিন্ন তথ্য ওয়েব পোর্টাল রিপোর্ট নাউ বিডি ডটকম এ আপলোড করতে পারে। এসকল বিষয়ে অনলাইনে যুক্ত হয়ে সেশন প্রদান করেন লাইট হাউজ এর আইসিটি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক, মোঃ মনিরুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা এবং প্রকল্পের ধারনা প্রদান করেন মোঃ জাহাঙ্গীর আলম, প্রকল্প সমন্বয়কারী, লাইট হাউজ।
প্রশিক্ষণ শেষে চিলমারীর সেচ্ছাসেবক লিটন ইসলাম বলেন, লাইট হাউজ এর মাধ্যমে আমরা কাজ করার সুযোগ পেয়েছি এবং দুর্যোগকালীন সময়ে কিভাবে এলাকার মানুষের পাশে দ্বাড়াতে হয় তা জানতে পেরেছি এ জন্য লাইট হাউজকে সকল সেচ্ছাসেবদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
সেচ্ছাসেবক নাফিসা তাসনিম সরকার নোভা বলেন, লাইট হাউজ আমাদেরকে যে ভাবে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে তুলছে তাতে করে আমরা এলাকার অসহায়, দরিদ্র্য এবং বিভিন্ন দুর্যোগে মানুষের সহায়তা প্রদান করতে পারবো।
প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন লাইট হাউজ এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচির চিলমারী শাখার ব্যবস্থাপক মো: মাহাবুবুর রহমান, উপজেলা সমন্বয়কারী মোছাঃ হামিদা আক্তার হেনা, মোঃ রিপকন আলী, রোকেয়া খাতুন, জিতেন চন্দ্র দাস এবং ফাইন্যান্স এ্যাসিসটেন্ট জেনেফার জান্নাত।
প্রশিক্ষণ শেষে লাইট হাউজ এর পক্ষ থেকে সেচ্ছাসেবকদের এ্যাপ্রোন প্রদান করা হয়।
প্রকল্পটি কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ০৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করছে।
Leave a Reply