স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে নদী সম্পদ ও নদীনির্ভর জনগোষ্ঠীর অধিকার শীর্ষক মাল্টি-স্টেকহোল্ডার আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আরডিআরএস বাংলাদেশ এর ট্রান্স-বাউন্ডারী রিভার্স অব সাউথ এশিয়া-ট্রোসা-২ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। সুইডেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেটিভ এজেন্সির অর্থায়নে এবং অক্সফ্যাম বাংলাদেশ এর সহযোগীতায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার, উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান মিঞা, প্রোজেক্ট কোঅর্ডিনেটর কৃষিবিদ ড.এ কে এম সালাউদ্দিন, প্রজেক্ট অফিসার খায়রন্নেসা সরকার, সংগঠক সুমন আজম, সংগঠক ও লেখক মুনতাসির রাসেল প্রমুখ।
Leave a Reply