আলমগীর হোসাইন: কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
পরে বিএনপি কার্যালয়ে মহিলা দলের সভাপতি মোছাঃ চায়না বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়ারা খাতুন রোজীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, যুগ্ম আহবায়ক সাদাকাৎ হোসেন সাজু, সহকারী অধ্যাপক ফজলুল হক প্রমুখ।
আরো বক্তব্য রাখেন, মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রোকাইয়া আক্তার রুনা, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌসী আরা রিনি, কোষাধ্যক্ষ শাহনাজ সুলতানা, অন্যতম সদস্য আঞ্জুমা বেগম ও কনা বেগম।
Leave a Reply