স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের উত্তর মুদাফত এবং দক্ষিণ মুদাফত চরে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, ঢুষমারা থানার সাব-ইন্সপেক্টর বিকাশ চন্দ্র রায়, ইউপি সদস্য আব্দুল হালিম, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগী জনগণ। ছাড়াও ফ্রেন্ডশিপ থেকে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ সুশাসন প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান, সিনিয়র সুপারভাইজার মোঃ মোস্তাফিজার রহমান এবং সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান সুলভ।
সভায় মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধমূলক ব্যবস্থা, যৌতুক বন্ধে পদক্ষেপ গ্রহণ, পারিবারিক সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।







            
Leave a Reply