আজকের তারিখ- Fri-26-04-2024
 **   যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের আহ্বান প্রধানমন্ত্রীর **   ‘মানবাধিকার নিয়ে বাংলাদেশের অর্জন স্বীকার করেনি যুক্তরাষ্ট্র’ **   চিলমারীতে দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রনয়ণ এবং বাস্তবায়ন বিষয়ক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত **   চিলমারীতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু **   থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী **   ২০২৫ সালে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার **   শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ নয়, অনলাইনে ক্লাস চালুর দাবি **   এফডিসিতে সাংবাদিকের ওপর অতর্কিত হামলা **   একটি দেশ ও জাতির উন্নয়নে বিজ্ঞান চর্চা ও গবেষনা **   প্রথম ধাপে উপজেলায় ভোট ছাড়াই ২৬ প্রার্থী নির্বাচিত

আজকালের খবরের সাইফুল ক্র্যাবের অর্থ ও ইমু দপ্তর সম্পাদক নির্বাচিত

যুগের খবর ডেস্ক: প্রথমবারের মতো বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২২ নির্বাচনে আজকালের খবরের দুজন অপরাধ বিষয়ক প্রতিবেদক নির্বাচিত হয়েছেন।
পত্রিকাটির জ্যেষ্ঠ প্রতিবেদক সাইফুল ইসলাম মন্টু অর্থ সম্পাদক ও ইসমাঈল হুসাইন ইমু দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সংগঠনটির সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম চিফ মির্জা মেহেদী তমাল ১৪২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। একই পদে অপর দুই প্রার্থী নয়া দিগন্তের আবু সালেহ আকন ৭৭ ও আমাদের সময়ের মিজান মালিক ৫২ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে ইউএনবির মুহ. জাহাঙ্গীর আলম ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি এসএ টেলিভিশনের শাহীন অব্দুল বারী ১০৩ ও আমার বার্তার নিত্য গোপাল তুতু ৫২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে দৈনিক পূর্বাঞ্চলের আসাদুজ্জামান বিকু ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী অবজারভারের মামুনুর রশীদ ১১৬ ও উমর ফারুক আলহাদী ২৩ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ১৪৩  ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের ইমরান হোসেন সুমন। অপর দুই প্রার্থী আমার বার্তার হাসান উজ জামান ৭০ ও সকালের সময়ের আব্দুল লতিফ রানা ৫৯ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজকালের খবরের সাইফুল ইসলাম মন্টু। অপর প্রার্থী মোহনা টেলিভিশনের এমদাদুল হক খান পেয়েছেন ১১৯ ভোট।
এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ক্র্যাব নিউজবিডির রুদ্র রাসেল। অপর প্রার্থী বাংলাভিশনের এস এম ফয়েজ পেয়েছেন ১০৩ ভোট। কার্যনির্বাহী তিনটি সদস্য পদের প্রার্থী ছিল তিন জন। ১৬২ ভোট পেয়ে প্রথম সদস্য হয়েছেন বাংলা ট্রিবিউনের আমানুর রহমান রনি, ১৬১ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য হয়েছেন যুগান্তরের সিরাজুল ইসলাম এবং ৭৮ ভোট পেয়ে তৃতীয় সদস্য হয়েছেন ডেসটিনির মোহাম্মদ জাকারিয়া।
সাংগঠনিক সম্পাদক পদে সমকালের আতাউর রহমান, দপ্তর সম্পাদক পদে আজকালের খবরের এস এম ইসমাইল হুসাঈন ইমু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সময়ের আলোর এস এম মিন্টু হোসেন, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে আমাদের সময়ের সাজ্জাদ মাহমুদ খান, কল্যাণ সম্পাদক পদে ক্র্যাব নিউজবিডির নাহিদ তন্ময় এবং আন্তর্জাতিক সম্পাদক পদে প্রতিদিনের সংবাদের শাহীন আলম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
ক্র্যাব কার্যালয়ে গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৫টি পদের মধ্যে নয়টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ছয়টি সম্পাদকীয় পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ২৮৯ জন ভোটারের মধ্যে ২৭১টি ভোট পড়েছে। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভির বিশেষ প্রতিনিধি পারভেজ খান। অপর সদস্যরা হলেন, দৈনিক জবাবদিহির নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান ও সিনিয়র সাংবাদিক এস এম আবুল হোসেন। নির্বাচন পরিচালনা কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ডিকাবের ট্রেজারার আহমদ আতিক।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )