আজকের তারিখ- Fri-17-05-2024

‘ফিরে দেখা’য় গীত লিখেন গাজী মাজহারুল, নৃত্যে মাসুম বাবুল

বিনোদন ডেস্ক: আশির দশকে ঢাকাই সিনেমার নন্দিত ও জনপ্রিয় নায়িকা রোজিনা। দর্শকদের উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। এবার সরকারি অনুদানে একটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। সিনেমার শিরোনাম ‘ফিরে দেখা’। দ্বিতীয়বারের মতো পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন রোজিনা।
এই সিনেমায় রোজিনার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ জুন মুক্তি পেতে যাচ্ছে ‘ফিরে দেখা’। একই সঙ্গে জানা গেলো বিষাদের কথাও।
রোজিনা বলেন- সিনেমায় আমার জন্য খুব যত্ন করে একটি গান লিখেছিলেন উপমহাদেশের কিংবদন্তী গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ভাই। আর এই গানটির কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল। আজ তারা দু’জনেই এ জগতে নেই। সব ঠিকঠাক থাকলে ছবিটি মুক্তি পাচ্ছে। অথচ তারা নেই। বিশেষ করে গাজী ভাই আমার অভিভাবকতুল্য ছিলেন। তারপরও তার গানের সঙ্গে এদেশের কোটি কোটি শ্রোতারা জড়িয়ে। আশা করি ওই শ্রোতারাই আবার অপেক্ষা করবেন গাজী ভাইয়ের গানের জন্য।
রোজিনা বলেন- ‘ফিরে দেখা’ আমার স্বপ্নের সিনেমা। আমার অনেক ভালোবাসার একটি সিনেমা। তিনি আরও বলেন, ‘১৬ জুন চূড়ান্ত করেছি ফিরে দেখা সিনেমার মুক্তির জন্য। আশা করছি দর্শকরাও আমাদের সঙ্গে থাকবেন। সবার ভালোবাসা প্রত্যাশা করছি।’
২০১৯-২০ অর্থবছরে অনুদান পেয়েছিল ‘ফিরে দেখা’। মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে এ সিনেমার কাহিনী। চিত্রনাট্য লিখেছেন রোজিনা নিজেই। গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে সিনেমার গল্প।
‘ফিরে দেখা’ সিনেমায় অভিনয় করেছেন রোজিনা, ইলিয়াস কাঞ্চন, নিরব, স্পর্শিয়াসহ অনেকে। এর আগে রোজিনা ‘জীবনধারা’ ও ‘দোলনা’ নামে দুটি সিনেমা প্রযোজনা করেছিলেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )