আজকের তারিখ- Mon-29-09-2025
 **   উলিপুরে অম্বিকা ফাউন্ডেশন কর্তৃক অম্বিকা চরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান **   এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে **   অতীতের যেকোন সময়ের চেয়ে আসন্ন নির্বাচন চ্যালেঞ্জের: ইসি সচিব **   ফোনে আজ দেবীর নিদ্রা ভাঙার বন্দনা,, কাল মহাষষ্ঠী **   কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত **   চিলমারীতে চোরাইকৃত ৫টি মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার- ৫ **   চিলমারীতে ফ্রেন্ডশিপের এডভোকেসী ক্যাম্পেইন অনুষ্ঠিত **   কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা **   চিলমারীতে কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠনে **   চিলমারীতে ভ্রাম্যমান আদালতে তিন মাদক সেবির জেল জরিমানা

ফোনে আজ দেবীর নিদ্রা ভাঙার বন্দনা,, কাল মহাষষ্ঠী

যুগের খবর ডেস্ক: আজ বোধন। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে এই বোধনের মাধ্যমেই দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনাপূজা করা হয়। সে অনুযায়ী আজ শনিবার মণ্ডপে-মন্দিরে পঞ্চমীতে সায়ংকালে তথা সন্ধ্যায় এই বন্দনাপূজা অনুষ্ঠিত হবে। কাল রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ বছরের শারদীয় দুর্গোৎসব।
বোধন দুর্গাপূজার অন্যতম আচার। বোধন শব্দের অর্থ জাগরণ বা চৈতন্যপ্রাপ্ত। পূজা শুরুর আগে সন্ধ্যায় বেলশাখায় দেবীর বোধন দুর্গাপূজার একটি অত্যাবশ্যকীয় অঙ্গ। শরৎকালের দুর্গাপূজায় এই বোধন করার বিধান রয়েছে। বিভিন্ন পুরাণ অনুসারে ভগবান রামচন্দ্র শরৎকালে রাক্ষসরাজ রাবণকে বধের উদ্দেশ্যে দুর্গাপূজা করেন। তিনি অকালে এই বোধন করেন বলেই এটি অকালবোধন নামেও খ্যাত। তবে বসন্তকালে চৈত্র মাসে যে দুর্গাপূজা তথা বাসন্তীপূজা হয়, তাতে বোধন করার প্রয়োজন হয় না।
আজ বোধন শেষে আগামীকাল রোববার থেকে মহাষষ্ঠীতে ষষ্ঠীবিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুর্গাপূজার। সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী ও কুমারীপূজা এবং বুধবার মহানবমী শেষে বৃহস্পতিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব।
সনাতন বিশ্বাস ও পঞ্জিকামতে, এবার জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা গজে (হাতি) চড়ে স্বর্গালোক থেকে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন (আগমন); যার ফল হিসেবে বসুন্ধরা শস্যপূর্ণা হয়ে উঠবে। দেবী স্বর্গালোকে বিদায় (গমন) নেবেন দোলায় (পালকি) চড়ে; যার ফল হচ্ছে মড়ক। প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারির প্রাদুর্ভাব বেড়ে যাবে।
এদিকে গতকাল শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক সংবাদ সম্মেলনে এবারের দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি তুলে ধরেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও পূজা উদযাপন পরিষদ। এ সময় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নিরাপত্তার সঙ্গে পূজা উদযাপনে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ jugerkhabor@gmail.com, smnuas1977@gmail.com
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )