আজকের তারিখ- Thu-13-11-2025
 **   চিলমারীতে ডিজিটাল মার্কেটিং এর উপর যাচাই-বাছাই পরিক্ষা অনুষ্ঠিত **   কুড়িগ্রামের কচাকাটায় এস এস বি সি প্রকল্পের আয়োজনে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত **   সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা **   নাগেশ্বরীতে এস এস বি সি প্রকল্পের আয়োজনে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত **   ক্যান্সার: অতীতের অন্ধকার থেকে আগামী দিনের আশার আলো **   ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন **   সংকীর্ণ রাস্তা, সুফল মিলছে না ভাসানী সেতুর **   আওয়ামী লীগ ছাড়া আমি নির্বাচনে যাবো না: কাদের সিদ্দিকী **   সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল **   চিলমারী উপজেলা আইন-শৃঙ্খলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সংকীর্ণ রাস্তা, সুফল মিলছে না ভাসানী সেতুর

স্টাফ রিপোর্টার: উত্তর জনপদের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে চালু হয়েছে ‘মওলানা ভাসানী সেতু’। কিন্তু সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক সরু থাকায় মিলছে না কাঙ্খিত সুফল। বরং সেতু ঘিরে বাড়ছে যানজট, দুর্ঘটনা ও জনভোগান্তি।
তিস্তা নদীর ওপর চিলমারী-হরিপুর সংযোগস্থলে নির্মিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সবচেয়ে বড় এই সেতুর দৈর্ঘ্য ১.৪৯ কিলোমিটার। প্রায় ৯’শ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতু চলতি বছরের ২০ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেতুটি উদ্বোধন করেন। কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার যোগাযোগ উন্নয়নে এটি নতুন দিগন্ত খুলে দিয়েছে, তবে পুরোনো সরু রাস্তা ও সংযোগ সড়কের দুরবস্থা সেই আশাকে ম্লান করছে।
জানাগেছে, কুড়িগ্রাম জিরো পয়েন্ট থেকে সেতুর উত্তরপ্রান্ত পর্যন্ত ৩৩ কিলোমিটার এবং গাইবান্ধা প্রান্তে ২৫ কিলোমিটারসহ মোট ৫৮ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে নতুনভাবে ৮.৩ কি.মি. সড়ক নির্মাণ করে সেতুর সাথে সংযোগ দেয়া হয়েছে। নতুন সড়ক নির্মাণ করা হয়েছে চিলমারী অংশে ৭.৩ কি.মি ও গাইবান্ধা অংশে ১ কি.মি। সেতুর সাথে এ সংযোগ সড়কের মাধ্যমে কুড়িগ্রাম ও গাইবান্ধা মধ্যে সড়ক পথ উন্মুক্ত করা হয়েছে। এতে কুড়িগ্রাম জেলার মানুষের ঢাকা বা বগুড়া যেতে পথ ও সময় কমবে। বিশেষ করে কুড়িগ্রামের উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুরের মানুষের পথ প্রায় ৫৫ কি.মি ও সময় কমবে প্রায় ২ ঘন্টা।
তবে পুরোনো প্রায় ৫০ কি.মি রাস্তার উন্নয়নে কোনো উদ্যোগ নেয়া হয়নি, থেকে গেছে পুরোনো সেই রাস্তাই। এতে এখনই সময় ও দুরত্বের পুরোপুরি সুবিধা পাওয়া যাচ্ছে না।
মাঈদুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন,‘রাস্তার উন্নয়ন না হলে সেতু দিয়ে যাতায়াতে সময় কমার কথা থাকলেও, বাস্তবে সেটা হচ্ছে না। সেতু পারাপারে যানবাহনগুলোকে কম প্রশস্থের সড়কে নামতে হচ্ছে। এতে দুর্ভোগে নাকাল হতে হচ্ছে। বিশেষ করে মালবাহী ট্রাক, ঢাকার পথে চলাচল করা বাস বা অ্যাম্বুলেন্সের মতো জরুরি যানবাহন বেশ বেগ পেতে হচ্ছে।’
সরেজমিন কুড়িগ্রাম থেকে গাইবান্ধা পর্যন্ত ঘুরে দেখা গেছে, কুড়িগ্রামের উলিপুর, দূর্গাপুর ও গাইবান্ধার দারিয়াপুর, ধর্মপুরে নিয়মিত যানজট লেগে থাকে। এসব বাজারে যানজট ছুটতে সময় পেরিয়ে যায় ঘন্টার পর ঘন্টা।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের চিলমারী উপজেলা সভাপতি আমিনুল ইসলাম বীর বলেন, ‘সেতু তখনই কার্যকর হয়, যখন উভয় প্রান্তের সড়ক চলাচলযোগ্য হয়। ৯.৬ মিটার প্রস্থের সেতু যদি ৬ মিটার রাস্তার সঙ্গে যুক্ত হয়, তা বোতলনেকের মতো কাজ করে। নতুন সেতু দিয়ে আমরা দ্রুত পার হতে পাচ্ছি ঠিকই, কিন্তু এরপরেই যানজটে পড়তে হচ্ছে।’
তথ্যমতে, ২০১৪ সালের অনুমোদিত নকশা অনুযায়ী কুড়িগ্রাম ও গাইবান্ধা অংশের ৫০ কি.মি পুরোনো রাস্তা ঠিক রেখে সেতুর সাথে সংযোগ সড়ক টু-লেন করার পরিকল্পনা হাতে নেয়া হয়। কিন্তু পরবর্তীতে নকশা পরিবর্তন করে সেতুর সংযোগ সড়কও টু-লেন না করে ১৮ ফুট প্রস্থে সীমিত করা হয়। এতে চিলমারী অংশে ৭.৩ কি.মি নতুন সড়কে অন্তত ২০টি বাঁক তৈরি হয়েছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে।
মটর শ্রমিক ইউনিয়নের চিলমারী উপজেলা কমিটির সভাপতি মো: সোহেল মিয়া বলেন,‘সেতু নির্মাণ একটি সমন্বিত পরিকল্পনার অংশ হওয়া উচিত। সংযোগ সড়ক উন্নত না হলে সেতুর সুফল অসম্পূর্ণ থেকে যায়।’
এ বিষয়ে কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন,‘উলিপুরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণের কাজ চলমান।’
সম্প্রতি কুড়িগ্রামে যোগদান করায় এ বিষয়ে কোন তথ্য দিতে পারছেন বলে জানান, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ^াস। তবে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান,‘বর্তমানে সড়ক প্রশস্তকরণের কোনো পরিকল্পনা নেই। আগের রাস্তা দিয়েই যানবাহন চলবে।’

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )