জামাল উদ্দিন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের চিরিরবন্দরে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের কোপে ১ জন নিহত ও ১ জন গুরুত্বর আহত
হয়েছে।
এলাকাবাসী ও প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার খোচনা গ্রামের মৃত. জাফর আলীর পুত্র শাহজাহান আলীর সাথে একই গ্রামের আবদুল জব্বারের পুত্র জিকরুলের সাথে জমি-জমা নিয়ে পারিবারিক শত্রুতা চলে আসছিল। গত ৯ আগষ্ট শুক্রবার জিকরুল হক ও তার ছোট ভাই জুম্মার নামাজ শেষে শাহজাহান আলীর উঠান দিয়ে বাড়ি ফেরার পথে দেশি অস্ত্রে সু-সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে শাহজান আলী ও তার দলবল জিকরুল হক (২৮) ও তার ছোট ভাই জাহাঙ্গীর আলম (২৫) কে এলোপাথারি কেপাতে থাকে। তাদের আতœচিৎকারে এলাকাবাসি ছুটে এসে তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১০ আগষ্ট শনিবার দুপুরে জিকরুল হক মৃত্যু বরণ করে। তার ছোট ভাই জাহাঙ্গীর আলম গুরুত্বর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
জিকরুলের পিতা আবদুল জব্বার বাদী হয়ে চিরিরবন্দর থানায় ১১ জনকে আসামী করে একটি মামলা করে।
মামলা নং ৮/১৩। এ মামলায় চিরিরবন্দর থানা পুলিশ মৃত. জাফর আলীর পুত্র শাহজাহান আলী, হামিদুল ইসলামের স্ত্রী হামিদা বেগম ও থেলু মোহাম্মদের পুত্র খায়রুল হকে আটক করে।