যুগের খবর ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘এবার বন্যার আশঙ্কা নেই। তার পরও আমরা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী মজুদ রেখেছি। তা ছাড়া বন্যা, খরা ও তুফান এগুলো তো আর আজান দিয়ে আসে না। প্রাকৃতিক দুর্যোগ যেকোনো অবস্থায়ই হতে পারে।’
আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।
ত্রাণমন্ত্রী বলেন, ‘আমরা প্রথমে একটা বড় ধরনের বন্যার আশঙ্কা করেছিলাম। সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। জেলা প্রশাসকদেরও একইভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। শেষ পর্যন্ত আমরা বড় ধরনের আগাম বন্যা থেকে রেহাই পেয়েছি। মৌলভীবাজার ও নীলফামারী জেলা দুটি বন্যা আক্রান্ত হয়েছে। সেখানে জেলা প্রশাসন ত্রাণ বিতরণে কার্যকর ব্যবস্থা নিয়েছে। তবে বন্যার সময় এখনো শেষ হয়ে যায়নি। আবার হতেও পারে। যদিও আমরা বন্যার আশঙ্কা করছি না।’
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আমরা ইতোমধ্যেই ৩৫টি জেলায় ৭৫ হাজার শুকনা খাবার প্যাকেট পাঠিয়েছি পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে।’
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অতিবৃষ্টিতে রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্রগুলো যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকেও আমরা নজর রাখছি। পাহাড়ি এলাকায় আশ্রয় নেওয়া প্রায় ৫০ হাজার পরিবারকে আমরা ঝুঁকিপূর্ণ বলে মনে করছি। এজন্য এদের অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই প্রায় ২৫ হাজার পরিবারকে স্থানান্তর করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী এখানে অগ্রণী ভূমিকা পালন করছে।’
বৈঠক মন্ত্রণালয়ের সচিব শাহ কামালসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।