রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আসছে আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপের রৌমারীর ৩টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্ধে শৌলমারী ইউপি নির্বাচনে জাতীয় পার্টির দলের কেন্দ্রীয় ভাবে লাঙ্গল প্রতীক দিয়ে মনোনীত করা হয় বর্তমান ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিলকে। প্রতীক বরাদ্দ পেয়ে ৬ দিন নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে যাওয়ার পর হঠাৎ করে ২৬ ডিসেম্বর রবিবার প্রেসক্লাবে এসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন বলে এ ঘোষণা দেন।
জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিল সংবাদ সম্মেলনে বলেন, কারো প্ররচণা বা অন্যকোনো কারণে নয়; শারীরিক অসুস্থতার কারণেই নির্বাচন থেকে সড়ে দাঁড়াচ্ছি আমি। এদিকে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা। কেউ বলছেন যেহেতু তিনি ইউপি নির্বাচনে লাঙ্গল প্রতীক কেন্দ্রীয় ভাবে পেয়েছেন। তাই দলীয় সিদ্ধান্ত ছাড়া তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঠিক হয়নি।
এ ব্যাপারে উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাসির উদ্দিন লাল বলেন, নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর বিষয়টি দলীয় সিদ্ধান্ত নয়। তীরে এসে তরী ডোবানোর এমন ধৃষ্টতার খেসারত দিতে হবে তাকে। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে তা দলীয় আলোচনায় সিদ্ধান্ত হবে।
Leave a Reply