এম এইচ শাহীন, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবির) পরিদর্শকে নারীসহ আপত্তিকর অবস্হায় আটক করা হয়েছে।আজ রবিবার দুপুরে উপজেলা ষ্টাফ কোয়াটারের একটি বাসা থেকে বি আর ডি বির পরিদর্শক জাহিদ হসান ডালিমকে নারীসহ আটক করে
উপজে্লা সহকারী কমিশনার(ভূমি) আশরাফুল আলম রাসেল। আটকের পর তাদেরকে থানা পুলিশের পাহারায় রাখা হয়।ঘটনাটি মুহূর্তে উলিপুর শহরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে টক অফ দ্যা টাউনে পরিনত হয়।
জানাগেছে,বাংলদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আর ডিবি)উলিপুর কার্যালয়ের পরিদর্শক জাহিদ হাসান ডালিমের বাড়ী জেলার চিলমারী উপজেলার সবুজ পাড়া গ্রামে।ওই নারীর বাড়ী
একই উপজেলায় হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক চলে আসছিল। ডালিমের স্ত্রী বাসায় না থাকার সুযোগে সে ওই নারীকে বাসায় নিয়ে আসে।নির্জন বাসাটিতে দীর্ঘক্ষণ ওই নারী অবস্হান করায় আশ পাশের লোকজনের সন্দেহ হয়।
বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেলকে জানালে, তিনি ওই বাসায় গিয়ে তাদেরকে আপত্তিকর অবস্হায় আটক করে। এ খবর মহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বাসার সামনে ভীড় করতে থাকে। আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়।পরে ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারকে জানালে তিনি ঘটনাস্হলে উপস্হিত হয়ে ওই নারীর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় এবং উপজেলা বি আর ডিবি কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের নির্দেশ দেয়া হয়। ডালিম জানান সে তার বান্ধবী,দুপুরে খাবার জন্য সে বাসায় এসে ছিল। এ ঘটনার নিউজ না করার জন্য বলেন ওই কর্মকর্তা।এ ব্যাপারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, উলিপুর উপজেলা কর্মকর্তা শাহীন মিয়ার সাথে কথা হলে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের সাথে পরামর্শ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply