মাসুদ পারভেজ : রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ‘বীর নিবাস’ ঘরের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালের দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের(যুদ্ধাহত) বাড়িতে ফলক উম্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দ্ল্ল্যুাহ্, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান।
এসময় আরো যারা উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি, রৌমারী সদর ইউনিয়নের ইউপি সদস্য রবিউল ইসলাম রানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গসহ সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রৌমারীতে ১৪ লক্ষ টাকা ব্যায়ে ১০ জন বীর মুক্তিযোদ্ধার জন্য এসব বীর নিবাস ঘর তৈরী করা হবে বলে জানা গেছে।
Leave a Reply