আজকের তারিখ- Sat-11-05-2024

নাগেশ্বরীতে ভাব ই-লার্নিং প্রকল্পের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাফিজুর রহমান হৃদয়, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভাব ই-লার্নিং প্রকল্পের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশ এর আয়োজনে ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় সোমবার বেলা ১২টায় নাগেশ্বরী পৌর এলাকার আদর্শ পাউলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ই-লার্নিং কর্মসূচি বিষয়ে দিনব্যাপী সচেতনতামূলক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের, ই-লার্নিং কী, ই-লার্নিং এর বিভিন্ন প্লাটফর্ম, প্রযুক্তিগত শিক্ষার গুুরুত্ব, সুবিধা-অসুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবিলায় করনীয় বিষয়ে আলাচনা করা হয়। এ সময় ৬টি দলে বিভক্ত হয়ে প্রশিক্ষণার্থীরা এসব বিষয় তুলে ধরেন। এছাড়াও ট্যাবের সর্বোচ্চ ব্যবহার, নিশ্চিৎ ও এলএমএস এর মাধ্যমে মনিটরিং করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম মোহাম্মদ আজাদ এর সঞ্চালণায় এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক জুলফিকার জামিল, সহকারী শিক্ষক হাসান ইনাম, রাশেদা বেগম প্রমুখ। এছাড়াও প্রশিক্ষণে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জানান ইউএনডিপি ভাব ই-লার্নিং প্রকল্পের আওতায় ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা এলএমএস কনটেন্টসহ ট্যাব ব্যবহার করছে। ট্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পাঠ্য সূচির সব বিষয়ের ভিডিও দেখা, স্ক্রিপ্ট পড়া ও পরীক্ষা দিতে পারছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )